রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি কোন সিয়াম পালনকারীকে ইফতার করাবে তাকে সিয়াম পালনকারীর সমপরিমাণ সাওয়াব দেওয়া হবে। তবে তাতে সিয়াম পালনকারীর সাওয়াব থেকে বিন্দুমাত্র কমানো হবে না।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের নিয়মিত কর্মসূচির মধ্যে একটি হলো ইফতার ও রামাদ্বান ফুড বিতরণ। দেশের প্রত্যন্ত অঞ্চলের অভাবী সিয়াম পালনকারীরা যেন রামাদ্বান মাসে নির্বিঘ্নে সিয়াম পালন ও ইবাদত-বন্দেগী করতে পারেন, সে লক্ষ্যে তাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করে থাকে ফাউন্ডেশন।
আস-সুন্নাহ ফউন্ডেশন এ যাবৎ ১২০,৫৮৫ জন রোজাদারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে।
ইফতার সামগ্রীর মধ্যে ছিল, ছোলা, মুড়ি, গুড়ো দুধ, চিড়া, খেজুর, তেল, চিনি, সেমাই, ইসব গুলের ভূসি ইত্যাদি।
Comments (0)