
বরাবরের মতো ২০২৩ সালেও আস-সুন্নাহ ফাউন্ডেশন দেশব্যাপী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছে। নিজস্ব প্রতিনিধির মাধ্যমে যাচাই-বাছাই করে ৩২ টি জেলার ৪৩ টি স্পটে ৯২৭০ জন দরিদ্র রোজাদারের মাঝে এক মাসের ইফতার প্যাকেজ বিতরণ করা হয়।
ইফতার সামগ্রীর মধ্যে ছিল : ১ কেজি খেজুর, ১.৫ কেজি ছোলা, ১ কেজি চিনি, ১ কেজি চিড়া, ১ কেজি মুড়ি, ৫০০ গ্রাম গুঁড়ো দুধ।
এছাড়া প্রথমবারের মতো ঢাকার বিভিন্ন সিগন্যালে ঘরমুখো রোজাদারদের মাঝে পথ ইফতার বিতরণ করা হয়েছে। কারওয়ান বাজার, বাংলা মটর, বাড্ডা লিংকরোড, মালিবাগ আবুল হোটেল সিগনাল, হতিরঝিল সাতরাস্তা, মালিবাগ মৌচাকসহ বিভিন্ন স্পটে ৮ হাজার ৬০০ যাত্রীর মাঝে ইফতার বিতরণ করা হয়।
পথ ইফতারের মধ্যে ছিল : আধা লিটার পানি, একটা কেক, তিনটা খেজুর।
We azbe very much greatful to you for your donation. Your little effort help us to change big community life I must explain to you how all this mistaken idea of denouncing pleen_USure and praising pain wen_US azbrn and I...
Comments (0)