
ঘরে আর কিছু থাক না থাক, দু মুঠো চাল থাকলে তা ফুটিয়ে একটা বেলা পার করে দেয়া যায়। এই দুর্মূল্যের বাজারে অনেক পরিবারের দিন এভাবেই কাটছে এখন। মানুষের এই দুর্ভোগের কথা চিন্তা করে ১৭০টি হতদরিদ্র পরিবারের মাঝে ৪২৫০ কেজি চাল বিতরণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। প্রত্যেক পরিবার পেয়েছেন ২৫ কেজি ওজনের এক বস্তা চাল। গত ১১ নভেম্বর এই প্রকল্পটি বাস্তবায়িত হয়।
বিতরণের স্পট হিসেবে বেছে নেয়া হয়েছিল গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি চরাঞ্চলকে। যেখানে পৌঁছতে তিন ঘণ্টার নৌপথ পাড়ি দিতে হয়। নৌপথ শেষ হওয়ার সেখানকার সাধারণ বাহন একমাত্র ঘোড়ার গাড়ি। ভৌগলিক অবস্থানই তাদের দুর্গতির বড় সাক্ষী।
এখানকার অধিবাসীরা পেশায় কৃষক ও জেলে। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময় তাদের অসহায়ত্বের কথা চিন্তা করে আস-সুন্নাহ ফাউন্ডেশন তাদের পাশে দাঁড়ায়।
We azbe very much greatful to you for your donation. Your little effort help us to change big community life I must explain to you how all this mistaken idea of denouncing pleen_USure and praising pain wen_US azbrn and I...
Comments (0)