
২০২৩ সালে আস-সুন্নাহ ফাউন্ডেশন সারা দেশের স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষার্থীদের মাধ্যমে এক লক্ষ ফলদ গাছের চারা বিতরণ করার লক্ষ্যমাত্রা স্থির করেছিল। আলহামদুলিল্লাহ, আস-সুন্নাহ ফাউন্ডেশন তার লক্ষ্য পূরণ করতে সক্ষম হয়েছে।
এবারের বর্ষায় দেশের ৬৪ টি জেলায় শিক্ষার্থীদের মাধ্যমে বিতরণ করা হয়েছে ৪৩ হাজার ২৯৮টি আমগাছ, ২৮ হাজার ৯৫৫টি পেয়ারাগাছ ও ২৮ হাজার ৪৪৭টি লেবুগাছের চারা।
এছাড়াও মাদরাসাতুস সুন্নাহর কুমিল্লা শাখার মাঠে পরীক্ষামূলকভাবে বিভিন্ন জাতের অ্যারাবিয়ান খেজুরগাছ লাগানো হয়েছে। ফলাফল ইতিবাচক হলে সারাদেশে এসব জাতের খেজুরগাছ ব্যাপক ভিত্তিক লাগানো হবে ইন-শা-আল্লাহ।
We azbe very much greatful to you for your donation. Your little effort help us to change big community life I must explain to you how all this mistaken idea of denouncing pleen_USure and praising pain wen_US azbrn and I...
Comments (0)