
আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত ‘স্মার্ট টেইলারিং অ্যান্ড ফ্যাশন ডিজাইন’ কোর্সের প্রথম ব্যাচের কার্যক্রম সমাপ্ত হলো। এই প্রকল্পের আওতায় টেইলারিং, টাই-ডাই, ব্লক-বাটিক, হ্যান্ড এম্ব্রয়ডারি ও ক্র্যাফটিং, ফ্যাশন ডিজাইন (বেসিক) এবং বিজনেস ডেভলপমেন্ট (বেসিক) প্রশিক্ষণ দেয়া হয়। তিন মাস ব্যাপী পরিচালিত এই আবাসিক কোর্স চলাকালে সার্বক্ষণিক একজন আলেমার তত্ত্বাবধানে দীনের মৌলিক বিষয়সমূহ শিক্ষা দেয়া হয়।
আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এরকম কিছু নারী উদ্যোক্তা তৈরি করার ব্রত নিয়ে কোর্সের উদ্যোগ গ্রহণ করে, যাঁরা বিভিন্ন কারিগরি দক্ষতা অর্জন করে ইসলামী অনুশাসন মেনে নিজ এলাকার দুস্থ, বিধবা, স্বামী পরিত্যাক্তা ও নানা কারণে দুর্দশাগ্রস্ত নারীদের শেখাবেন, যেন তাঁরা ঘরে বসে উপার্জন করতে পারেন।
কোর্স সম্পন্ন করা ৪১ জন নারীর হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট এবং মাথাপিছু ৩০ হাজার টাকা পুঁজি। আশা করা যায়, তিন মাসের প্রশিক্ষণ এবং পুঁজি বিনিয়োগ করে আমাদের অবলম্বনহীন বোনদের রিজিকের বন্দোবস্ত হবে, ইনশাআল্লাহ।
We azbe very much greatful to you for your donation. Your little effort help us to change big community life I must explain to you how all this mistaken idea of denouncing pleen_USure and praising pain wen_US azbrn and I...
Comments (0)