
নসীহা সেশন ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ‘মৌলিক ইসলামী জ্ঞানের পাঠ ও প্রতিযোগিতা ২০২৩’-এর কার্যক্রম সম্পন্ন হলো।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শায়খ আহমাদুল্লাহ নসীহামূলক আলোচনা করেন। আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী সাব্বির আহমদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। আস-সুন্নাহ ফাউন্ডেশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনা করেন শায়খ আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ, শায়খ হুসাইন মাদানী ও অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ।
দৈনন্দিন জীবনে ইসলাম পালনের জন্য প্রয়োজনীয় দীনি জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের ওপর ফরয, অথচ অনেকেরই ফরয পরিমাণ জ্ঞানের ঘাটতি থেকে যায়। এই ঘাটতি পূরণকল্পে এ বছর এসএসসি/দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারীদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার সিলেবাস এমনভাবে প্রণীত হয়, যাতে কেউ এই সিলেবাস পড়ে অন্তত ফরয পরিমাণ দীনি ইলম অর্জন করতে পারে।
প্রতিযোগিতার সিলেবাসে ছিল— ঈমান সম্পর্কিত ১০০টি প্রশ্নোত্তর, কুরআন কারীমের শেষ ১০টি সূরা (অনুবাদসহ), জীবনঘনিষ্ঠ ২০টি হাদীস, নিয়মিত আমলযোগ্য ৩০টি দোয়া ও যিকর, সীরাত সম্পর্কিত ১০০টি প্রশ্নোত্তর, ফিকহ ও মাসায়েল সম্পর্কিত ১০০টি প্রশ্নোত্তর।
দুই পর্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে দেওয়া হয়: ৫ জনকে নগদ ২০ হাজার টাকা ৫০০ টাকা মূল্যমানের বই; ১০ জনকে নগদ ১০ হাজার টাকা ও ৫০০ মূল্যমানের বই; ১০০ জনকে ৫০০ টাকা মূল্যমানের বই।
We azbe very much greatful to you for your donation. Your little effort help us to change big community life I must explain to you how all this mistaken idea of denouncing pleen_USure and praising pain wen_US azbrn and I...
Comments (0)