
বিশুদ্ধ পানির অভাবে গ্রামাঞ্চলের অধিকাংশ হতদরিদ্র মানুষকে দূষিত/আর্সেনিকযুক্ত পানির উপর নির্ভর করতে হয়। ফলে সে অঞ্চলের অনেকেই সারাবছর ডায়রিয়া, কলেরা, আমাশয়, টাইফয়েডসহ বিভিন্ন পানিবাহিত রোগে ভোগেন।
বিশুদ্ধ পানির অভাবে গ্রামাঞ্চলের অধিকাংশ হতদরিদ্র মানুষকে দূষিত/আর্সেনিকযুক্ত পানির উপর নির্ভর করতে হয়। ফলে সে অঞ্চলের অনেকেই সারাবছর ডায়রিয়া, কলেরা, আমাশয়, টাইফয়েডসহ বিভিন্ন পানিবাহিত রোগে ভোগেন।
তীব্র দাবদাহ, অনাবৃষ্টি এবং অপরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণের ফলে শুকনো মৌসুমে পানির সকল উৎস শুকিয়ে যায়। জীবনধারণের সবচেয় প্রয়োজনীয় উপাদান বিশুদ্ধ পানি সংগ্রহের জন্য হাজার হাজার মানুষ গুটিকয়েক পানি শোধনাগার প্লান্টের উপর নির্ভরশীল হয়ে পড়ে। শত শত নারী-পুরুষকে হাঁড়ি, কলসি, ড্রাম, বালতিসহ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে সুপেয় পানির ব্যবস্থা করতে হয়।
এই সংকট থেকে উত্তরণের লক্ষ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশন বাগেরহাট জেলার, শরণখোলা উপজেলার তাফালবাড়ি এলাকায় একটি পানি শোধনাগার স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। এই শোধনাগারের মাধ্যমে গ্রামের পাঁচ শতাধিক পরিবার উপকৃত হবে। সারাদেশে এরকম পানি শোধনাগার স্থাপন করা হবে ইন-শা-আল্লাহ।
We azbe very much greatful to you for your donation. Your little effort help us to change big community life I must explain to you how all this mistaken idea of denouncing pleen_USure and praising pain wen_US azbrn and I...
Comments (0)